বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাদক নির্মূলে দরকার টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক

মাদক নির্মূলে দরকার টাস্কফোর্স

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে মাদকের ভয়াবহতা রোধ করতে হলে এ সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ এর আয়োজন করে। ইনু বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করে এর কুফল প্রচারণা চালালে মাদক নিরাময় সম্ভব হবে। তিনি বলেন, মাদকাসক্তির মতো সাম্প্রদায়িকতাও ভয়ঙ্কর। সাম্প্রদায়িকতায় জড়ালে মানুষ দিশেহারা হয়ে যায়। মাদক নির্মূলে মাদক ভোক্তাদের পুনর্বাসন আর বিক্রেতাদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করবে, ততদিন তাদের সাম্প্রদায়িকতাসহ সব ধরনের অপরাধ থেকে বিরত রাখতে হবে। যদি তারা অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে তবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এর কুফল আমাদের বহন করতে হবে। এতে মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ খবর