শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে

মুহম্মদ জাফর ইকবাল

‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ফাঁদে পড়ে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। এ মাধ্যমগুলো শিক্ষার্থীদের অনেক সময় আটকে রাখছে। টেকনোলজি ব্যবহার করতে হবে, কিন্তু টেকনোলজি আমাদেরই ব্যবহার করবে— তা হতে দেওয়া যাবে না।’

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত  চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন পদার্থবিদ, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর তৃতীয় দিনে শিশুদের নিয়ে আয়োজিত এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। শিশুদের বই পড়ার বিষয়ে তিনি বলেন, বাবা-মাকে খুশি রেখে বই পড়তে হবে। লুকিয়ে হলেও বই পড়তে হবে। মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চলাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়েও বই পড়তে হবে। তিনি আরও বলেন, বই পড়ার পাশাপাশি কোডিংয়ের কাজ করা যেতে পারে। বাবা-মা চান ভালো রেজাল্ট হোক। এটা কোনো ব্যাপার না। একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব। প্রোগ্রামিংয়ের বিষয়ে তিনি বলেন, প্রোগ্রামিং করতে দুই থেকে তিনটি ধাপ জানলেই হয়। প্রোগ্রামিং মজার একটি বিষয়। সেমিনারে নিজেদের প্রোগ্রামিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে দুই শিক্ষার্থী। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাশিতা জাইনা রহমান তার অভিজ্ঞতা সম্পর্কে বলে, ‘আম্মুকে কম্পিউটারে কাজ করতে দেখতাম। আমি মনে করতাম এসব কাজ বোরিং। আমি গেম খেলতাম। একদিন আমি আম্মুকে বললাম আমার একটি শুটিং গেম চাই, যেখানে সিন্ডারেলা থাকবে। আমি ভেবেছিলাম মা আমার কথা ভুলে গেছে বা মা পারেন না। এর কিছুদিন পর আমি যে গেমটি চেয়েছিলাম, মা সেটা আমাকে বানিয়ে দিলেন। আমি তো অবাক হলাম। মা বললেন, কোডিং করে তিনি গেমটি বানিয়েছেন। আমি তখন কোডিং শিখতে চাইলাম।

 এ থেকেই আমার কোডিংয়ের শুরু। আমি অনেক বই পড়তে ভালোবাসি। হার্ডকপি ছাড়াও আমার সফটকপি পড়তে ভালো লাগে। আমি চাই বাংলাদেশি প্রকাশকরা যেন সফটকপিরও ব্যবস্থা করেন। আমি অনেক সায়েন্স এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।’

সর্বশেষ খবর