শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিচারকদের চাকরিবিধি এক সপ্তাহে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিচারকদের চাকরিবিধি এক সপ্তাহে

আগামী এক সপ্তাহের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সম্মেলনের শুরুতে সংগঠনটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার স্বাগত বক্তব্য দেন। বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আলমের বার্ষিক প্রতিবেদন পেশ শেষে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল-উল মুনীরসহ আইন সমিতির সাবেক ও বর্তমান নেতারা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তারেক রহমান একজন কনভিক্টেড আসামি। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারটি তদন্ত কমিটি দেখবে। এ সময় প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে জানতে চাইলে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি সংবিধানের ৯৫তম অনুচ্ছেদ অনুসারে দেবেন।

সর্বশেষ খবর