শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এর নাম কি গণতন্ত্র?

নিজস্ব প্রতিবেদক

এর নাম কি গণতন্ত্র?

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যে সংসদ নির্বাচন আপনি করেছেন, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ লোক কারও ভোটে নির্বাচিত হয়নি। তারা সংসদের সদস্য, তাদের সম্মতি নিয়ে আবার সংবিধানও পরিবর্তন করেছেন। তাদের নিয়ে আবার বড়াই করে কথা বলেন- এর নাম কি গণতন্ত্র? এগুলো নিয়ে আবার গর্ব করেন। নবগঠিত  চারদলীয় যুক্তফ্রন্টের প্রধান বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন,   ‘নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসবে’- এ ধরনের কথাবার্তা একজন প্রধানমন্ত্রীর মুখে কিছুতেই শোভনীয় হতে পারে না। গতকাল শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ  পরিষদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘৬ ডিসেম্বর গণতন্ত্র দিবস’ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।  আয়োজক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাকির হোসেন, কেএম রকিবুল ইসলাম রিপন, এস আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর