বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সাংবাদিক হত্যা চেষ্টা মামলা

ভূমিমন্ত্রীপুত্র কারাগারে

পাবনা প্রতিনিধি

ভূমিমন্ত্রীপুত্র কারাগারে

পাবনায় চার সাংবাদিক হত্যাচেষ্টার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে ভূমিমন্ত্রীপুত্র যুবলীগ নেতা শিরহান শরীফ তমালকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল পাবনার আমলি আদালত-১-এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

এর আগে সকাল থেকেই আদলত চত্বরে ভিড় জমান তমালের সমর্থকরা। তারা আদালত চত্বরে দফায় দফায় মিছিল শুরু করলে আদালত এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে তমালকে বহনকারী গাড়িটি পুলিশকে চাপা দিয়ে আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। এদিকে গতকাল দুপুরে পাবনার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে ভূমিমন্ত্রীপুত্র তমালের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের ওপর হামলা করেন ভূমিমন্ত্রীপুত্র ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজীব সরকারের নেতৃত্বে ক্যাডার বাহিনী। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করেন শিরহান শরীফ তমাল ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত হন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয় ও ক্যামেরা পারসন মিলন হোসেন। এ ঘটনায় ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনার আমলি আদালত-১-এ হাজির হয়ে শিরহান শরীফ তমাল জামিনের আবেদন করলে আদালতে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তিনি বলেন, পাবনার সরকারি কৌঁসুলি (পিপি) আক্তারুজ্জামানের গাড়িতে করে মামলার প্রধান আসামি ও উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল আদালত চত্বরে আসেন। এ সময় পুলিশ বাধা দিয়ে গ্রেফতারের চেষ্টা করলে গাড়িটি পুলিশকে চাপা দিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় গোয়েন্দা পুলিশের এএসআই আবু সাঈদ ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা করা হয় বলে তিনি জানান। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে ১৭টি মাইক্রোবাসে তমালের সমর্থকরা এসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালত এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে ভূমিমন্ত্রীপুত্রের গ্রেফতার ও বিচার দাবিতে পাবনা শহরের ঐতিহাসিক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতিন খানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা প্রমুখ। সমাবেশে পাবনা সংবাদপত্র পরিষদ, পাবনা প্রেস ক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি, পাবনা ইয়ং জার্নালিস্ট ফোরাম ও জেলার সব উপজেলার প্রেস ক্লাব নেতারা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ খবর