বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আলাবামায় ধাক্কা খেলেন ট্রাম্প


আলাবামায় ধাক্কা খেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী ছিলেন আলাবামা অঙ্গরাজ্যে বিশেষ সিনেট নির্বাচনে তার দলের প্রার্থীই জয়ী হবেন। কিন্তু শেষ পর্যন্ত হিসাব উল্টেই গেছে। মঙ্গলবারের নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী ডাগ জোন্স। আর এর মধ্য দিয়ে গত ২৫ বছরের মধ্যে প্রথম আলাবামা সিনেট নির্বাচনে জয় পেলেন ডেমোক্র্যাটরা। সিনেটর জেফ সেশন্স যখন ট্রাম্প প্রশাসনে অ্যাটর্নি জেনারেলের পদে দায়িত্ব গ্রহণ করেন, তখন ওই আসন শূন্য হয়। ফলে বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ান রিপাবলিকান প্রার্থী ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত আলাবামার সাবেক প্রধান বিচারপতি রয় মুর ও উদারনৈতিক হিসেবে পরিচিত ডেমোক্র্যাটিক প্রার্থী ডাগ জোন্স। মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে আলাবামা রক্ষণশীল হিসেবে পরিচিত। ফলে এখানে সব সময়ই জয়ী হয় রিপাবলিকান। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে প্রায় ৩০ পয়েন্টের ব্যবধানে জিতেছিলেন। এসব হিসাবকে উল্টে দিয়ে শেষ হাসি হাসলেন ডেমোক্র্যাটরা। জোনস পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট। আর রয় মুর পেয়েছেন ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট। নির্বাচনে জয়লাভের পর এক বক্তৃতায় জোন্স বলেন, ‘এটি পুরো জাতির মর্যাদা ও সম্মানের জয়।’ বিশ্লেষকরা বলছেন, ভোটের এ ফল ক্ষমতাসীনদের জন্যও অশনিসংকেত। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হলে ট্রাম্পের জন্য দেশ চালানোও কঠিন হয়ে পড়তে পারে। বিবিসি

সর্বশেষ খবর