শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্যাংকিং খাতের সুশাসন তলানিতে

ড. হোসেন জিল্লুর রহমান

ব্যাংকিং খাতের সুশাসন তলানিতে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে যে হারে অব্যাহতভাবে খেলাপি ঋণ বাড়ছে তা সত্যিই উদ্বেগজনক। যে কোনো মূল্যে এটাকে কমিয়ে আনতে হবে। এ খাতে সুশাসনের প্রচণ্ড অভাব রয়েছে। এটা এখন তলানিতে চলে গেছে। এটা অন্তত নির্দ্বিধায় বলা যায় যে যারা অর্থনৈতিক        বিশ্লেষক তারা মোটামুটি সবাই একমত দুটি কেসের বিষয়ে। এর একটি ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠা করা। আর অন্যটি খেলাপি ঋণের লাগাম টেনে ধরা। গতকাল সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্যাংকিং খাতে গত কয়েক বছরে যে হারে অনিয়ম-দুর্নীতি বেড়েছে, এতে একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে। এখানে যারা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে, যেমন বাংলাদেশ ব্যাংক, এ প্রতিষ্ঠানটি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। তারা নির্ভীক ও সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ফলে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে যেসব অনিয়ম ধরা পড়েছে, সেগুলোর তদন্ত এবং দায়ীদের উপযুক্ত শাস্তি হলে এই অনিয়ম ও খেলাপি ঋণ অনেকটাই কমে আসত। কিন্তু সেটি হয়নি। যা দুঃখজনক। সাধারণ গ্রাহকরা তাদের আমানত নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে নতুন যেসব ব্যাংক দেওয়া হয়েছে, সেগুলোর আর্থিক অবস্থা বড়ই নাজুক পর্যায়ে চলে গেছে। এদিকে আবার তৃতীয় দফায় আরও নতুন ব্যাংক দেওয়ার প্রক্রিয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এটি একেবারেই অপ্রয়োজনীয়। বিশ্লেষকরা এ ব্যাপারে একমত যে এ মুহূর্তে বাংলাদেশে নতুন কোনো ব্যাংকের দরকার নেই। বরং যেসব ব্যাংক রয়েছে সেগুলোর ব্যাপারে আরও সকর্তভাবে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন বরেণ্য এই অর্থনীতিবিদ।

সর্বশেষ খবর