শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঋণে অধিক যাচাই-বাছাই করতে হবে

ড. ফাহমিদা খাতুন

ঋণে অধিক যাচাই-বাছাই করতে হবে

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে অধিক যাচাই-বাছাই করতে হবে। ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম-দুর্নীতির সঠিক তদন্ত হতে হবে। এতে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করতে হবে। গত কয়েক বছরে যে হারে খেলাপি ঋণ বেড়েছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ গ্রাহকরাও আতঙ্কিত। কেননা তাদের আমানত রয়েছে ব্যাংক খাতে। ফলে গ্রাহকদের আস্থা ধরে রাখতে হলে যে কোনো মূল্যে ঋণখেলাপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ড. ফাহমিদা খাতুন বলেন, দেশের সামগ্রিক আর্থিক খাত মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে ব্যাংকিং খাতের পুরনো সমস্যাগুলো রয়েই গেছে। এ জন্য ব্যাংক খাতে তদারক সংস্থার নজরদারি আরও বাড়াতে হবে।

সর্বশেষ খবর