সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা দুর্ভোগের কথা শুনলেন দিল্লি থেকে আসা ১৫ দেশের রাষ্ট্রদূত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কক্সবাজার থেকে

মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগের কথা শুনলেন ভারতের নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক ১৫ কূটনীতিকসহ ১৯ সদস্য।

রোহিঙ্গাদের অবস্থা দেখতে নয়াদিল্লি থেকে এ সব কূটনীতিককে শরণার্থী ক্যাম্পে আনা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর নেতৃত্বে ১৫ কূটনীতিকসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের রেজিস্ট্রাড কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে ১৫ দেশের রাষ্ট্রদূতসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান। তারা সেখানে কিছু সময় অবস্থান করে রোহিঙ্গাদের সমস্যা-সংকটের কথা শুনেন। ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল গতকাল বিকালেই কক্সবাজার ত্যাগ করেন।’ কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর নেতৃত্বে প্রতিনিধি দলে বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মৌরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেইন ও কেনিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনার রয়েছেন। এ ছাড়াও নাইজিরিয়ার হাই কমিশনারের দায়িত্বপ্রাপ্ত এবং চেক রিপাবলিক, অষ্ট্রিয়া ও ঘানার শার্জ ডি অ্যাফেয়ার্স রয়েছেন কূটনীতিকদের এই দলে। প্রতিনিধি দলে বাংলাদেশের চার সদস্য ছিলেন। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে। তাছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী কয়েকটি কেন্দ্রও পরিদর্শন করেন।’ গতকাল ১১টার দিকে প্রতিনিধি দল বিমানযোগে কক্সবাজার পৌঁছেন। এর পর কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেনসহ অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রাথমিক তথ্য প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করা হয়। এ বৈঠক শেষ করে দুপুর ১২ টার দিকে প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। এ সময় তারা সেখানকার কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রও পরিদর্শন করেন।

সর্বশেষ খবর