সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবসের পরের দিন দেশকে আরও একটি জয় উপহার দিয়েছে অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে নেপালকে। স্বাগতিকদের পক্ষে হ্যাটট্রিক করেন তহুরা খাতুন। দুটি গোল করেছেন অং চিং মারমা ও একটি গোল করেন মনিকা চাকমা। উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামীকাল ভুটান এবং ২১ ডিসেম্বর গ্রুপের শেষ খেলার প্রতিপক্ষ ভারত। ভারত গতকাল দিনের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। লিগ পর্বের এই টুর্নামেন্টের শীর্ষ দুই দল ২৪ ডিসেম্বর খেলবে ফাইনাল। কমলাপুর স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে ম্যাচে প্রথম গোল করে বাংলাদেশ ১১ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে মনিকা চাকমার শট নেপালের গোলরক্ষকের গায়ে লেগে জালে প্রবেশ করে (১-০)। ১৪ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন অং চিং মারমা সাইড ভলিতে (২-০)। দুই গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল বড় জয় পাবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৩২ মিনিটে হ্যাটট্রিক লেডি তহুরা খাতুন ম্যাচের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন ডি বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় (৩-০)। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অং চিং ম্যাচের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন (৪-০)। প্রথমার্ধ শেষ হয় চার গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন তহুরা। ৫৭ মিনিটে দলের পঞ্চম, নিজের দ্বিতীয় (৫-০) এবং ৭২ মিনিটে ম্যাচের ছয় নম্বর এবং নিজের হ্যাটট্রিক পূরণ করেন তহুরা খাতুন (৬-০)।

সর্বশেষ খবর