সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী শিবিরের সংখ্যা শূন্যে

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী শিবিরের সংখ্যা শূন্যে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডিজি কে কে শর্মা গতকাল দিল্লিতে বলেছেন, বাংলাদেশের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা উত্তরপূর্ব ভারতের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংখ্যা কমে প্রায় শূন্যে পৌঁছেছে। বিএসএফ ও বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যকার বোঝাপড়া এবং চমৎকার ও ইতিবাচক সহযোগিতার ফলে এটা সম্ভব হয়েছে। কে কে শর্মা বলেন, ‘আমরা যখনই উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে সন্ত্রাসীদের বাংলাদেশে পালিয়ে যাওয়া কিংবা সন্ত্রাসীদের নাশকতার তথ্য পাই, তখনই বিজিবিকে জানাই। তখন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি সেখানে অভিযান চালিয়ে থাকে। এর ফলে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ শিবির ও গোপন ঘাঁটির সংখ্যা প্রায় শূন্যে নেমেছে। এর পরেও সেখানে যদি কিছু সন্ত্রাসবাদীর অস্তিত্ব থেকে থাকে, তবে তারা ক্রমাগত ঠিকানা বদলাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে কোনো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন বা বিচ্ছিন্নতাবাদীদের কোনো স্থায়ী ঘাঁটি নেই।’ তিনি বিজিবির প্রশংসা করে বলেন, ‘আমি এজন্য বিজিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’

সর্বশেষ খবর