শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই দলের জনপ্রিয়তা তলানিতে

নিজস্ব প্রতিবেদক

দুই দলের জনপ্রিয়তা তলানিতে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কোথায় নেমেছে বুঝতে পারেন? ভোট পেয়েছে শতকরা ২৪ ভাগ। আর বিএনপির আরও করুণ অবস্থা। তারা পেয়েছে ১১ ভাগ। এখন রংপুরের নির্বাচন দেখিয়ে দিল এই দুই দলের জনপ্রিয়তা তলানিতে। একদম ন্যূনতম পর্যায়ে নেমে গেছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জনতা দল (বিজেডি) এ আলোচনা সভার আয়োজন করে। বিজেডি সভাপতি এস এম শাহজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), বিজেডির মহাসচিব মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ। বি. চৌধুরী বলেন, আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তা পাইনি। অন্ন, বস্ত্রসহ সব মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা একটাও দিতে পারেনি। চাল-ডাল, লবণ-পিয়াজের দাম ঊর্ধ্বমুখী। চারদিকে সব লুটপাট। জীবনের নিরাপত্তা নেই। গুম-খুন। গুরুত্বপূর্ণ লোকজনসহ ৫৫ জন গুম হয়ে গেল। শিক্ষায় নকলবাজি, প্রশ্ন ফাঁস, প্রাইমারি স্কুলের প্রথম, দ্বিতীয় শ্রেণির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, ভাবা যায়? কী বিচিত্র দেশ এটা!’ বদরুদ্দোজা চৌধুরী বলেন, দুর্নীতি ভয়াবহ, দু-একজন ব্যতিক্রম ছাড়া সরকারি দলের নেতা-কর্মী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এদের ঘরে ঘরে দুর্নীতি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দুটি ফ্লাইওভার, একটা ফোর লেন সড়ক আর পদ্মা সেতু করার অহঙ্কার করে। বলছেন, উন্নয়ন হচ্ছে। দেশের ব্যাংকগুলো লুটে তছনছ, খালি হয়ে গেছে, এই কি তার নমুনা? তিনি বলেন, এই বিজয়ের প্রত্যাশায় কী লাখো মানুষ জীবন দিয়েছে? সরকার জনগণের কল্যাণে কাজ করে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর