রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভিন্নমত

নিজস্ব প্রতিবেদক

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভিন্নমত

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, দেশ ও দেশের মানুষের জন্য যাদের কোনো মাথাব্যথা নেই কেবল তারাই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের পক্ষে কথা বলছেন। রূপপুর প্রকল্প দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে এটা সত্য নয়। বরং আরও বেশি ক্ষতি হবে। রাজধানীর মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প : সমাধান না বিপদ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মতো সক্ষমতা বাংলাদেশের হয়নি। পারমাণবিক বর্জ্য এই দেশের জন্য ভয়াবহ পরিবেশ দূষণের কারণ হবে। এ ছাড়া নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে কেবল পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে খরচ বাড়ছে। প্রকল্পের স্থান নির্বাচন থেকে শুরু করে প্রকল্প পরিচালনা, পানির ব্যবহার, পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ও পারমাণবিক দুর্ঘটনা এমনকি অর্থনৈতিক বিবেচনা থেকেও এই প্রকল্প দেশের স্বার্থ রক্ষা করবে না। তিনি বিদ্যুৎ উৎপাদনে জাতীয় কমিটি প্রস্তাবিত বিকল্প পথ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সারাবিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে রূপপুর প্রকল্প কোনোভাবেই জনস্বার্থে হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনে জাতীয় কমিটি প্রস্তাবিত পথে এগোলে কম খরচে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনও করা যাবে একই সঙ্গে দেশের স্বার্থ সংরক্ষণও হবে। ব্যয়বহুল রূপপুর পারমাণবিক প্রকল্প দেশকে ঝুঁকির মুখে ফেলবে। এরচেয়েও আরও সুলভ মূল্যে নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদনের পথ আছে। আমরা সেই প্রস্তাবও সরকারকে দিয়েছি। কিন্তু এই দেশের জনগণের কথা না ভেবে সরকার এই ধরনের বিপজ্জনক প্রকল্প করতে মরিয়া হয়ে উঠেছে।

সরকারকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসার দাবি জানানো হয় মতবিনিময় সভায়। অনুষ্ঠানে বাপা’র ডা. আবদুল মতিনসহ অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর