বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সহনশীল হয়ে ঘুষ খাবেন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

বাংলাদেশ প্রতিদিনে গত সোমবার প্রকাশিত ‘সহনশীল হয়ে ঘুষ খাবেন’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। ব্যাখ্যায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় মনে করে প্রকাশিত সংবাদে ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অধিদফতরের ডিআইএর কর্মকর্তা-কর্মচারীদের অতীতের নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরেছেন। অতীতবিষয়ক বক্তব্যকে বর্তমানের কথা ধরে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। যা দুঃখজনক। আরও উল্লেখ করা হয়- ডিআইএর একজন কর্মকর্তাকে দুর্নীতির প্রমাণসহ সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। ডিআইএর কর্মকর্তাদের কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।

এদিকে গত ২৪ ডিসেম্বর ঢাকায় শিক্ষা ভবন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) সম্মেলন কক্ষে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হয়ে খাবেন। কারণ, আমার সাহস নেই বলার যে আপনারা ঘুষ খাবেন না। এটা অর্থহীন বলা হবে।’ নাহিদ আরও বলেন, ‘শুধু যে অফিসাররা চোর তা নয়, মন্ত্রীরাও চোর। আমি নিজেও চোর। এ জগতে এমনই হয়ে চলে আসছে। সব জায়গাতেই এমনটা হচ্ছে। তাই সবাই মিলে এটি পরিবর্তন করতে হবে।’ বক্তব্যে শিক্ষামন্ত্রী অভিযোগ করে বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ঘুষের বিনিময়ে প্রতিবেদন দেন। স্কুল পরিদর্শনে গেলে খাম রেডি করাই থাকে। তারা গিয়ে খেয়ে-দেয়ে খাম নিয়ে এসে রিপোর্ট দেন। বলেন, স্কুল ঠিক আছে।’ বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, সব কার্যক্রম ডিজিটাল হলে তা আরও কমে আসবে। এদিকে এ বিষয়ে মন্ত্রী আজ সংবাদ সম্মেলন করবেন।

সর্বশেষ খবর