বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভালোবাসায় সিক্ত গোল্ডেনবুট গার্ল

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভালোবাসায় সিক্ত গোল্ডেনবুট গার্ল

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুট জয়ী আঁখি আকতার গতকাল দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা গ্রামের  বাড়িতে পৌঁছেছেন। এ সময় গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শ্রদ্ধা জানান। তাদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন আঁখি। বাড়িতে পৌঁছেই হতদরিদ্র তাঁত শ্রমিক পিতা আকতার হোসেন ও মা নাছিমা বেগমকে জড়িয়ে ধরেন তিনি। তাকে একনজর দেখার জন্য সেখানে মানুষের ভিড় জমে। এ সময় আঁখি হাসি মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে গ্রামবাসী, সহপাঠী, পাড়কোলা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পাড়কোলা বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরাকালে আঁখি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। তার এ অসামান্য কৃতিত্বে গ্রামবাসী সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। আঁখিকে আগামীকাল উপজেলা প্রশাসন ও  ৩১ ডিসেম্বর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ গ্রাম থিয়েটার সংগঠন পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোরহলো ও যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। আঁখি আকতার জানান, দেশের জন্য সুনাম বয়ে আনতে পেরে গর্ববোধ করছি। মনোবল আর কঠোর পরিশ্রম করলে মেয়েদের পক্ষেও সবকিছু করার সম্ভব। আঁখি জানায়, বাড়িতে একদিন বিশ্রাম শেষে ফুটবল খেলায় আগ্রহী মেয়েদের অনুশীলন করাবেন। অনুশীলন আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। অনুশীলনের মধ্যদিয়ে আরও নতুন সম্ভাবনাময় ফুটবল খেলোয়াড় তৈরি হবে। আঁখি বলেন, ছুটির ফাঁকে ফাঁকে এলাকায় এসে মেয়েদের ফুটবল খেলায় প্রশিক্ষণ দিবেন। স্থানীয়রা জানান, আঁখির বাবার সহায় সম্পদ বলতে দেড়শতক জমি রয়েছে। ১৪টি টিনের একটি ঘর। এ ঘরেই তারা থাকেন। তারা দুই ভাই-বোন। বাবা আকতার হোসেন অন্যের ফ্যাক্টরিতে তাঁত শ্রমিকের কাজ করেন। মা নাছিমা বেগম চরকায় সুতা ভরার কাজ করেন। দুজনের আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলে-মেয়েকে লেখাপড়া করান। একমাত্র ছেলে নাজমুল ইসলাম উল্লাপাড়া সরকারি আকবর আলী ডিগ্রি কলেজের দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র। আঁখি বিকেএসপিতে নবম শ্রেণিতে পড়াশোনা করে। অভাবের সংসারে খুব কষ্ট করে তারা লেখাপড়া করছে। অর্থের অভাবে আঁখির ভাইয়ের লেখাপড়াও বন্ধের উপক্রম হয়েছে।

সর্বশেষ খবর