বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

৪৫ জঙ্গি আস্তানায় পুলিশের হানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

৪৫ জঙ্গি আস্তানায় পুলিশের হানা

পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, ৪৫টি জঙ্গি আস্তানায় হানা দিয়ে পুলিশ তাদের নির্মূল করেছে, যা বিশ্বে রোল মডেল। গতকাল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরের পুরনো থানা এলাকায় পুলিশ প্লাজা উদ্বোধন শেষে কমিউনিটি পুলিশিং ফোরামের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ছাড়া আইজিপি শ্রীনগর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া ও কুমিল্লার আরও দুটি পুলিশ প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (পারসোনাল ম্যানেজমেন্ট, পুলিশ হেডকোয়ার্টার), সাবেক আইজিপি আওলাদ হোসেন কাঞ্চন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ডাবলু, গোলাম সরওয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা (সিরাজদীখান সার্কেল), উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় জেলা কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার ও পুলিশের উপপরিদর্শক সাখাওয়াত হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

সর্বশেষ খবর