রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গ্রহণযোগ্য ভোট নয়, সবাই জিততে চায়

নিজস্ব প্রতিবেদক

গ্রহণযোগ্য ভোট নয়, সবাই জিততে চায়

উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র নির্বাহী পরিচালক ও নারী নেত্রী খুশী কবির বলেছেন, সুষ্ঠু নির্বাচন কিংবা গ্রহণযোগ্য ভোট কেউ চায় না। সব রাজনৈতিক দলই চায় কীভাবে নির্বাচনে জিতবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গণতন্ত্রে নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দলগুলো কীভাবে ভোটারদের কাছাকাছি থাকবে- সে পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও আইন ক্ল্যাডস চেয়ারম্যান মোহাম্মদ জমির। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সাংবাদিক আবু সাঈদ খান, সাংবাদিক মোজাম্মেল বাবু, অধ্যাপক ড. জিয়াউর রহমান প্রমুখ। খুশী কবির বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো নারীদের মনোনয়ন তেমন দেয় না। তাই কমপক্ষে ৪০ শতাংশ আসনে নারীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দিতে হবে। নির্বাচনে ধর্মভিত্তিক প্রচারণা নিষিদ্ধসহ যুদ্ধাপরাধ বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে। কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে তা নির্ধারণ করতে হবে। নির্বাচনের আগে জিততে হবে- এই প্রবণতা থাকলে কখনো সুষ্ঠু ভোট হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, গণতন্ত্র বলতে নির্বাচনকে বলা হয়। কিন্তু কাঠামোতে গণতন্ত্র নিয়ে কথা বলা হয় না। বিএনপি যেমন অতীতে নির্বাচন বানচালের চেষ্টা করেছে, তেমনি সরকারের মধ্যেও সমস্যা আছে। কাজেই এসব সমস্যার সমাধান করতে হবে। সাংবাদিক আবু সাঈদ খান বলেন, গণতন্ত্রের কথা বললেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরেই এর চর্চা নেই। অথচ তারা একটি ভালো নির্বাচন চায়। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হওয়া দরকার। কেননা, বিএনপি-আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

সর্বশেষ খবর