রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাদক ও জঙ্গি নির্মূল করতে পারিনি

নিজস্ব প্রতিবেদক

মাদক ও জঙ্গি নির্মূল করতে পারিনি

পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, মাদক ও জঙ্গি কোনোটাই নির্মূল করা যায়নি। কারণ দুটোই আসক্তি। তবে এ দুটো নিয়ন্ত্রণে রয়েছে। তিনি গতকাল পুলিশ সদর দফতরে একটি মিডিয়া সেন্টারের উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘মাদক ও জঙ্গি নির্মূলের জন্য পরিবারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সচেতন মহলে জনমত গঠন করতে হবে।’ এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিমায়েত হোসেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক প্রসঙ্গে আইজিপি আরও বলেন, সবচেয়ে বড় সমস্যা ইয়াবা। প্রতিবেশী দেশ থেকে ইয়াবা আসে। প্রতিবেশী দেশটির সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত। ওই সীমান্তে মত্স্যজীবীরা নৌকা দিয়ে মাছ ধরছে। ওই মাছের এবং সবজির নৌকায় করে ইয়াবা চলে আসছে। এটা প্রতিরোধ করা কঠিন। তারপরও যথেষ্ট কাজ হচ্ছে। গত এক বছরে ২ লাখ ৮৭ হাজার ২৫৪টি মাদক মামলা হয়েছে। কয়েকজন ব্যবসায়ী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতও হয়েছেন। শুধু আইন ও পুলিশ দিয়ে মাদক ও জঙ্গি নির্মূল সম্ভব নয়- উল্লেখ করে শহীদুল হক বলেন, জঙ্গিবাদ একটি আসক্তি। তারা জান্নাতের স্বপ্ন দেখে অ্যাডিক্টেট (আসক্ত) হয়ে যায়। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স অব্যাহত আছে। সাম্প্রতিক সময়েও কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় সফলতাও এসেছে। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা প্রতিনিয়ত আমাদের পুলিশ সদস্যদের ব্রিফ করি, যাতে তারা এসব বিষয়ে না জড়ায়। পুলিশ পদক প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গি মোকাবিলায় পুলিশের ঝুঁকি-কাজের মূল্যায়নের জন্যই এবার সবচেয়ে বেশি পুলিশ পদক দেওয়া হয়েছে। পদক দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদর দফতরের একটি হাই-লেভেল কমিটি রয়েছে। তারা মূল্যায়ন করে থাকেন। গত বছর সারা দেশে ৩৫টি জঙ্গি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পদক দিয়ে তাদের কাজের মূল্যায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর