মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির (উত্তর ও দক্ষিণ) নতুন ৩৬টি ওয়ার্ডের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা আজ। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণার কথা। এর আগে গত ৪ জানুয়ারি এক বৈঠকে নির্বাচন কমিশন দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। ওই দিন তারা ভোটের তারিখও নির্ধারণ করেছে। কমিশন জানিয়েছে, ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের নতুন ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিল পদে ভোট হবে ২৬ ফেব্রুয়ারি। আজ হচ্ছে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে (টেবিল ঘড়ি প্রতীকে) আনিসুল হক পেয়েছিলেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত (আদর্শ ঢাকা আন্দোলনের) প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছিলেন বাস প্রতীকে ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। মেয়র পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। নির্দলীয়ভাবে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। প্রায় দুই বছর ধরে ওই দায়িত্ব পালনের মধ্যেই চলতি বছর জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে হাসপাতালে ভর্তি হন সেরিব্রাল ভাসকুুলাইটিসে আক্রান্ত আনিসুল হক। চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর তাঁর মৃত্যু হয়। এরপর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে কমিশনের। বিধান অনুযায়ী উপনির্বাচনে নির্বাচিত মেয়র (অবশিষ্ট মেয়াদের জন্য) ১৩ মে ২০২০ পর্যন্ত বহাল থাকবেন। এই সিটিতে ২০১৫ সালের ২৮ এপ্রিল ভোট হওয়ার পর ওই বছর ১৪ মে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

দুই সিটির হালনাগাদ তথ্য : ঢাকা উত্তর সিটির সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮; ভোট কেন্দ্র ১৩৪৯,  ভোটকক্ষ ৭৫০০, ভোটার ৩৬ লাখ ৩৪ হাজার ৩৮৬ জন (পুরুষ ১৮,৭৬,৯৩১ নারী ১৭,৫৭,৪৫৫)। ২০১৫ সালে উত্তরে ভোটার ছিল ২৩ লাখ ৪৫ হাজারের বেশি, কেন্দ্র ১০৯৩, সাধারণ ওয়ার্ড ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড ১২। ঢাকা উত্তর-দক্ষিণে ৩৬ ওয়ার্ডে মোট ভোটার ১০,৫৩,৯৯৪, সম্ভাব্য কেন্দ্র ৪৮৭। ইসির কর্মকর্তারা জানান, ঢাকা উত্তরের ১৮ ওয়ার্ডে সম্ভাব্য ভোট কেন্দ্র ২৫৬; ভোটকক্ষ ১৬৪৮;  ভোটার ৫ লাখ ৭৮ হাজার ১৬২ জন (পুরুষ ২,৯২,৪৮৫ নারী ২,৮৫,৬৭৭)। ঢাকা দক্ষিণে সম্ভাব্য ভোট কেন্দ্র ২৩১;  ভোটকক্ষ ১২৩১, ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮৩২ জন (পুরুষ ২,৪৪,৩৪৮ নারী ২,৩১,৪৮৪)।

সর্বশেষ খবর