শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করতে হবে নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক

প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করতে হবে নির্বাচনে

আলী ইমাম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী সদস্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী নামাতে হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অবাধ সুযোগ সৃষ্টি করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল সুজন আয়োজিত রংপুরের সফল নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক অতিরিক্ত সচিব শফিউল আলম, রাজনীতিবিদ হুমায়ুন কবির হিরু, সুজন ঢাকা জেলা কমিটির সম্পাদক আবুল হাসনাত প্রমুখ বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। আলী ইমাম মজুমদার আরও বলেন, এই নির্বাচন কমিশন রংপুরের নির্বাচনের আগে কুমিল্লায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হয়েছে তা ভুলে গেলে চলবে না। রংপুরের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচ হাজার সদস্য কাজ করেছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন দরকার বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘আমরা সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থাকে মাঝে মাঝে হারিয়ে ফেলি, তা আমাদের পুনরুদ্ধার করতে হবে। এ ক্ষেত্রে সুজনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলসহ সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।’ সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচনটি সুষ্ঠু করার জন্য সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক ছিল। তবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলেই যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে তা মনে করার কিছু নেই।

সর্বশেষ খবর