বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আরেক সুযোগ লঙ্কা জয়ের

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। ১৬৩ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে বড় জয়। আজ আবার সেই শ্রীলঙ্কার মুখোমুখি মাশরাফিরা। টানা দ্বিতীয়বারের মতো লঙ্কা বধের সুযোগ টাইগারদের সামনে।

ত্রি-দেশীয় সিরিজে প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচেই বোনাস পয়েন্টসহ জিতেছে মাশরাফিরা। আজকের ম্যাচে হারলেও কিছু যায় আসে না। কেন না টাইগারদের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে ত্রি-দেশীয় সিরিজের কোনো ম্যাচেই হারতে চায় না বাংলাদেশ। আজও জয়ের জন্য বদ্ধপরিকর। মাশরাফিরা ফুরফুরে মেজাজে থাকলেও আজ মহা টেনশনে থাকবে লঙ্কানরা। কেন না তাদের জন্য আজকের ম্যাচটি ‘ডু অর ডাই’। হারলেই ফাইনাল খেলার সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। জিম্বাবুয়ে ও তাদের পয়েন্ট সমান। তাই ফাইনালে উঠতে হলে আজ জয়ের বিকল্প নেই। যদিও নেট রানরেটে জিম্বাবুয়ের চেয়ে একটুখানি এগিয়ে রয়েছে লঙ্কানরা। সেক্ষেত্রে হারলেই নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলে চাপের বোঝা মাথায় নিয়েই আজ মাঠে নামছেন হাতুরাসিংহের শিষ্যরা। মাঝে একদিন পরেই ফাইনাল। তাই ফাইনালের আগে হারতে চায় না টাইগাররা। তা ছাড়া দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই লঙ্কানদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সুজন বলেন, ‘এই ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ম্যাচ। ’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর