শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কংগ্রেসে নীনার সমর্থনে প্রবাসীদের সভা

প্রতিদিন ডেস্ক

কংগ্রেসে নীনার সমর্থনে প্রবাসীদের সভা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়ার আপার ডারবিতে অনুষ্ঠিত হলো ফিলাডেলফিয়া (পিএ-১ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট) থেকে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস প্রার্থী হতে আগ্রহী ড. নীনা আহমেদের প্রথম নির্বাচনী প্রস্তুতি সভা। ড. নীনার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যারভ্যালির সাবেক প্রেসিডেন্ট ড. ইব্রুল চৌধুরীর আহ্বানে কমিউনিটির সব সংগঠনের নেতারা এ সভায় অংশ নেন। ২১ জানুয়ারি অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন মেলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান। সঞ্চালনা করেন আপার ডারবির প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান শেখ সিদ্দিক। খবর এনআরবির। ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি অনুষ্ঠিত হবে মে মাসে। সেই নির্বাচনে বিজয়ী করতে অনুষ্ঠিত হয় এ সভা। কাউন্সিলম্যান শেখ সিদ্দিক বলেন, সবাইকে আমেরিকার মূল রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ড. নীনাকে ফিলাডেলফিয়ার প্রথম বাংলাদেশি কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মেলবোর্ন বরোর কাউন্সিলম্যান মনসুর আলী মিঠু তার নির্বাচনী পরিকল্পনা ব্যক্ত করেন এবং তিনি সবাইকে নীনার পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যক্তিগত মতামত ব্যক্ত করে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কমিউনিটি অব পেনসিলভানিয়ার সভাপতি মোহাম্মদ হারেস, প্রতিনিধি আলতামাস বাবুল, নর্থ-ইস্ট ফিলাডেলফিয়া বিয়ানীবাজার সমিতির প্রতিনিধি আলিম উদ্দীন, কমিউনিটি নেতা সাখাওয়াত হোসেন, দেলাওয়ার হোসেন, রফিকুল ভূঁইয়া, মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ড. নীনার উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে ব্যস্ত থাকায় টেলিকনফারেন্সে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর