বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগ অন্যায় করলে শাস্তি

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগ অন্যায় করলে শাস্তি

বিশ্ববিদ্যালয়ে মারপিটের ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু যারা গেট ভেঙে ভিসি অফিসে ঢুকেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। গতকাল সকালে মানিক মিয়া এভিনিউয়ের বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলেন, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবেন, এটা স্বাভাবিক ঘটনা। এখন কে প্রার্থী হবেন এবং কে নির্বাচিত হবেন— এটা তো আমি বলতে পারছি না। আরেকটু অপেক্ষা করেন। বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে তিনিই রাষ্ট্রপতি হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করায় ছাত্রলীগ দায়িত্ব পালন করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়ের আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জোর করে ভিসি অফিসে ঢুকবে— এখানে সাধারণ ছাত্রদের কি কোনো দায়িত্ব নেই? তারা ছাত্রলীগ করে কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভিসির অফিসের গেট ভেঙে ঢোকার কি কোনো নিয়ম আছে? এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ? তিনি জানান, মারামারির ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নির্বাচনকালীন রূপরেখা দেওয়ার বিষয়ে দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রূপরেখার কথা আমরা শুনছি এক বছর আগে থেকে। তখনো বারবার বলেছে শিগগিরই।

সর্বশেষ খবর