মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাড়া-মহল্লায় অবস্থান নেব

নিজস্ব প্রতিবেদক

পাড়া-মহল্লায় অবস্থান নেব

আগামী ৮ ফেব্রুয়ারি ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে এলাকার মুরব্বি ও যুবকরা পাড়া-মহল্লায় অবস্থান নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী যাতে সাধারণ নাগরিকদের ক্ষতি করতে না পারে সেজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে ওয়ার্ড কাউন্সিলররা পাড়া-মহল্লায় অবস্থান নেবেন। তবে পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে আঞ্চলিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা নেবেন। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। গতকাল নগর ভবনে ‘নাগরিক নিরাপত্তায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সভায় ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বক্তৃতা করেন। সভায় মেয়র বলেন, ‘৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে শঙ্কা তৈরি হয়েছে তা নাগরিকদের ভাবিয়ে তুলেছে। কিন্তু আমরা এমন কোনো কর্মসূচি দিতে পারি না যাতে নাগরিকরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন। তবে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক রয়েছে, এই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’ তিনি বলেন, ‘আমরা শোডাউন করতে চাই না। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য আইনসম্মত যত প্রক্রিয়া রয়েছে তার সবই করা হবে।’ তিনি বিএনপি নেতা-কর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করি বিএনপি নেত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করে সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবেন। রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখবেন। যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করে বিষয়টি নিষ্পত্তি করতে উদ্যোগ গ্রহণ করবেন।’ কাউন্সিলরদের মধ্যে বক্তৃতা করেন আবু আহমেদ মান্নাফী, মীর সমীর, দেলোয়ার হোসেন, এম এ হামিদ খান, ওমর বিন আবদুল আজিজ, আবুল কালাম অনু, মোহাম্মদ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর