সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জেল আরাম-আয়েশের জায়গা নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেল কোনো আরাম আয়েশের জায়গা নয়। জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনো বিধান নেই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জেলে ছিলেন, তিনিও এ সুবিধা পাননি। এসি-ও (এয়ারকন্ডিশন) জেলকোডে নেই। মন্ত্রী গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগের  সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন। কাদের বলেন, ‘বেগম জিয়াকে ডিভিশন দেওয়া না হলেও হয়তো অল্প সময়ের মধ্যেই তিনি ডিভিশন পেয়ে যাবেন। তবে যেখানে উনাকে রাখা হয়েছে সেটি উনার থাকার উপযোগী করেই তৈরি করা হয়েছে। ভবনটি পরিত্যক্ত হলেও একজন ভিআইপি আসামিকে রাখার মতো করেই ডেকোরেশন করা হয়েছে। তাছাড়া ভবনটি খুব বেশি দিনের পরিত্যক্ত নয়।’ প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই দিন রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে তিনি সেখানে আছেন।

সর্বশেষ খবর