শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপি কখনই বদলাবে না : ইনু

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, পাকিস্তানপন্থি, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদের সংমিশ্রণে গঠিত বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ। গতকাল রাজধানীর গুলিস্তানে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাজী আরেফ আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, কাজী আরেফ আহমেদের ভ্রাতুষ্পুত্রী কাজী সালমা সুলতানা প্রমুখ। ইনু বলেন, খালেদা জিয়ার বিচার-সাজার পর আবার জামায়াতসহ ২০ দল নিয়ে মাঠে নেমে বিএনপি প্রমাণ করেছে কখনোই বদলাবে না। বিএনপিকে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-মৌলবাদ উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা বলেন তিনি। এর আগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের প্রতিষ্ঠাতা সদস্য, যুদ্ধাপরাধের বিচারে গঠিত ঐতিহাসিক গণআদালতের অন্যতম প্রধান সংগঠক কাজী আরেফ আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ কাজী আরেফের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলটির কেন্দ্রীয় নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর