শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আদালত অবমাননা করছে বিএনপি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আদালত অবমাননা করছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে অক্ষমতার কারণে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে আদালত অবমাননা করছে। গতকাল কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ প্রকল্পের অধীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর কাঁচপুর সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ভেবেছিল খালেদা জিয়াকে গ্রেফতার করলে জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এমনটা হয়নি। ওবায়দুল কাদের বলেন, কারাগারে ডিভিশন পাওয়া বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার মতো নির্জন রোবেন দ্বীপে রাখা হয়নি। তার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমাও আছে, যা নজিরবিহীন। তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দীদের সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। মন্ত্রী জানান, দ্বিতীয় কাঁচপুর সেতুর সবগুলো ফাউন্ডেশন নির্মাণ সমাপ্ত হয়েছে। পাঁচটি পিয়ারের মধ্যে দুটি পিয়ার হেড এবং দুটি অ্যাবাটমেন্ট হেড নির্মাণ শেষ হয়েছে। ভিয়েতনাম থেকে ৯৬টি বক্স গার্ডার সেট ও ডেক স্ল্যাব প্যানেল সাইটে এসে পৌঁছেছে। আগামী ডিসেম্বরে এ সেতুর কাজ সমাপ্ত হবে। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয়নি।

তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা তাদের মনে রাখতে হবে। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। খালেদাকে নির্বাচন থেকে সরাতে এ রায়— বিএনপি নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর