শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঝিনাইদহে অপহূত মা মেয়ের লাশ সাতক্ষীরায় নদী থেকে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

ঝিনাইদহে থেকে অপহূত মা ও মেয়ের লাশ সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নিহত মা ও মেয়ের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে।

পুলিশ জানায়, মহেশপুর উপজেলার জাদবপুর গ্রামের আবু মুছার স্ত্রী রিবনা আক্তার (৩০) তার ৪ বছরের শিশু কন্যা মুন্নিকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর কথা বলে গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া না গেলে আবু মুছা দুই দিন পর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতি নদী থেকে ঘটনার ৫ দিন পর সাতক্ষীরার পুলিশ ও বিজিবি যৌথভাবে মা ও মেয়ের মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করে। পুলিশের সন্দেহ মা ও শিশু কন্যাকে অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা লাশ নদীতে ভাসিয়ে দেয়। নিহত গৃহবধূ যাদবপুর গ্রামের মুছা শেখের স্ত্রী রিবনা আক্তার (৩০) ও মেয়ের নাম মুন্নি আক্তার (৪)। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, সোমবার বিকেল ৫টার দিকে ইছামতী নদীর নওয়াপাড়া নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার লাশের পরিচয় নিশ্চিত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর