রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
গণস্বাক্ষর কর্মসূচিতে ফখরুল

ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গণস্বাক্ষর —বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকাসহ সারা দেশে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বিএনপি। গতকাল বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় স্বাক্ষর ফরমে সই করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আমি সারা দেশের নেতা-কর্মীদের অনুরোধ জানাব, শান্তভাবে, ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করতে। কখনো ধৈর্যহারা হবেন না, কখনো বিশৃঙ্খলা করবেন না।’ খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর অভিযান চলবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব। সিনিয়র নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফরমে সই করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চান। অনলাইনেও স্বাক্ষরের ব্যবস্থা রেখেছে । www.bnpbangladesh.com

উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে উপস্থিত কয়েক হাজার নেতা-কর্মী ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই,’ ‘খালেদা জিয়ার সংগ্রাম চলছে, চলবে’, ‘খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘আমার নেত্রী, আমার মা, বন্দী রাখা যাবে না’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’, ‘বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, বেবী নাজনীন, শহীদুল ইসলাম বাবুল, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রিয়াজ উদ্দিন নসু, আবদুল মতিন, আবদুল খালেক, আ ক ম মোজাম্মেল হক, মেজর আখতারুজ্জামান (অব.), হারুনুর রশীদ, শাম্মী আখতার, রফিক শিকদার, বজলুল করীম চৌধুরী আবেদ, অঙ্গসংগঠনের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাফেজ আবদুল মালেক প্রমুখ ছিলেন। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। উদ্বোধনী কর্মসূচির পরপরই ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের মহাসচিব আবদুল্লাহ আল মেহেদী, যুগ্ম মহাসচিব মাহমুদ খান, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমুখ স্বাক্ষর ফরমে সই করেন। কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে দলের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। জলকামানের গাড়িও রাখা ছিল কাছাকাছি স্থানে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা তিন দিনের যে কর্মসূচি শুরু হয়েছে গতকাল ছিল তার প্রথম দিন। আজ রবিবার সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ এবং ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগরী ব্যতিরেকে জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে। তবে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী অথবা নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে নেওয়ার পর প্রথম দফায় ৯ ও ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ এবং দ্বিতীয় দফায় ১২ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিনের মানববন্ধন, অবস্থান ও ৬ ঘণ্টার অনশনের কর্মসূচি পালন করা হয়।

খালেদার মুক্তি দাবিতে জেলায় জেলায় গণস্বাক্ষর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায়ের প্রতিবাদ ও তার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলায় জেলায় গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে দ্রুত বেগম জিয়ার মুক্তির দাবি জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা ছিলেন মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন এএম নাজিম উদ্দিন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী, এমএ হালিম, নাজিম উদ্দিন। গোলাম আকবর বলেন, ‘বিচারের নামে সরকারি মহলের অবিচারের শিকার হয়েছেন বেগম জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার প্রতি এই নিষ্ঠুর আচরণ ও নির্দয় ব্যবহার। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্রের জন্য নিবেদিত’। বরিশাল : নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় এবায়েদুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তৃতায় সরোয়ার বলেন, ‘মিথ্যা মামলায় জেলে রেখে খালেদা জিয়াকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। বরং দিন দিন বেগম জিয়ার জনপ্রিয়তা বাড়ছে’। সিলেট : নগরীর বন্দরবাজারে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন এমএ হক, আরিফুল হক চৌধুরী, দিলদার হোসেন সেলিম, আলী আহমদ, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম প্রমুখ। এদিকে, খালেদা জিয়ার মুক্তি দাবিতে ‘অহিংস পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। বেলা ২টায় হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ করে। বগুড়া : শহরের নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি উদ্বোধন করেন ভিপি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা প্রমুখ। ভিপি সাইফুল বলেন, ‘খালেদা জিয়া এখন শুধু দেশনেত্রী নন, তিনি বিশ্বনন্দিত নেত্রী। তাকে জোর করে জেলে রাখা হয়েছে’। গাজীপুর : শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে সোহরাব উদ্দিন, কাজী মাহবুব-উল হক গোলাপ, জয়নাল আবেদীন তালুকদারসহ অঙ্গ-সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। লালমনিরহাট : জেলা বিএনপি কার্যালয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় হাফিজুর রহমান বাবলা, মমিনুল হক, আবদুল হালিম, ইউনুছ, মহিউদ্দিন লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। মাগুরা : শহরের জেলপাড়ায় গণস্বাক্ষর কর্মসূচি উপলক্ষে সমাবেশে আকতার হোসেনের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ আলী, খান হাসান ইমাম সুজা, বরুল আলম হিরো প্রমুখ বক্তৃতা করেন। কর্মসূচিতে কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। তারা বেগম জিয়ার রায়কে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক দাবি করে এর নিন্দা জানান। রাঙামাটি : জেলা বিএনপির কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচিতে দীপেন দেওয়ান, শাহ আলম, দীপেন তালুকদার দীপু, সাইফুল ইসলাম পনিরসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, বেগম জিয়ার মুক্তি দাবিতে তারা ১৮ ফেব্রুয়ারি (আজ) রাঙামাটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও ২০ ফেব্রুয়ারি বিক্ষোভ করবেন। সিরাজগঞ্জ : গণস্বাক্ষর কার্যক্রম উদ্বোধন করেন সাইদুর রহমান বাচ্চু। এ সময় সাইফুল ইসলাম শিশির, মজিবর রহমান লেবু, গাজী আজিজুর রহমান দুলাল, শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা জানান, সিরাজগঞ্জ পৌর ও সদর উপজেলায় দুই লাখসহ সারা জেলায় অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর নেওয়া হবে। নোয়াখালী : জেলা বার লাইব্রেরি মিলনায়তনে কর্মসূচিতে মো. শাহজাহান, গোলাম হায়দার, অ্যাড. আবদুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে অংশ নিতে আসার সময় জজ কোর্টের সামনের সড়ক থেকে নোয়াখালী ছাত্রদল সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁও : পুলিশের বাধার মধ্যে গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করেছে জেলা বিএনপি। কর্মসূচিতে নেতৃত্ব দেন ফয়সাল আমিন। উপস্থিত ছিলেন আবু হায়াত নুরুনবী, শরিফুল ইসলাম প্রমুখ। নেত্রকোনা : দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। এ সময় বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন, ডা. আনোয়ারুল হক, অ্যাড. নূরুজ্জামান নুরু, আবু তাহের তালুকদারসহ অন্যরা। নাটোর : সকালে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাড. মজিবুর রহমান মন্টু, দাউদার মাহমুদ, শাহাদত হোসেন, ফয়জুন নেছা পুতুল, ইবরাহিম খলিল ফটিক, রফিকুল ইসলাম বুলেট প্রমুখ।নরসিংদী : ভেলানগর বাজার এলাকায় খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন জয়নুল আবেদিন, সুলতান উদ্দিন মোল্লা, তোফাজ্জল হোসেন মাস্টারসহ অন্য নেতারা। এ সময় খালেদার মুক্তির সপক্ষে তুলে ধারা হয় নানা মত। জামালপুর : স্টেশন রোডে দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন। এ সময় আমজাদ হোসেন, লোকমান আহম্মেদ লোটন, মশিউর রহমাস, মাইনুদ্দিন বাবুল, আনিসুর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর : জেলা বিএনপি কার্যালয়ে অ্যাড. সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে গণস্বাক্ষর অভিযানে বক্তৃতা করেন মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, আফজাল হোসেন, মুনির চৌধুরী প্রমুখ।

বাগেরহাট : এসকেন্দার আলীর সভাপতিত্বে ও মোজ্জাফ্ফার রহমান আলমের পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তৃতা করেন আলী রেজা বাবু, এসকেন্দার হোসেন, আয়ুব আলী মোল্লা বাবু। উপস্থিত সবাই বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কুড়িগ্রাম : কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, হাসিবুর রহমান হাসিব, নুর ইসলাম নুরুসহ সহযোগী সংগঠনের নেতারা। এ সময় তারা অবিলম্বে রায় বাতিল করে বেগম জিয়ার কারামুক্তি দাবি করেন।

লক্ষ্মীপুর : শহরের উত্তর তেমুহনী এলাকায় সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী গণস্বাক্ষরে অংশ নেন। বক্তৃতা করেন ছায়েদুর রহমান ছুট্টু, হারুনুর রশিদ, হাসিবুর রহমান। এদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শাসছুল ইসলাম, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ খবর