বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অভিভাষণে প্রধান বিচারপতি

বিচারপ্রার্থীরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হন

নিজস্ব প্রতিবেদক

বিচারপ্রার্থীরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হন

রায় বা আদেশের কপি পাওয়ার ক্ষেত্রে বিচার প্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সচেষ্ট থাকতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। ওই অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এই অভিভাষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার, সহকারী  বেঞ্চ অফিসারসহ প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, কোর্টের দৈনন্দিন কার্যতালিকা প্রণয়ন নিয়ে কোনো অনিয়ম করবেন না। বিচারপতিরা রায় বা আদেশে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে তা সেকশনে পাঠিয়ে দেবেন। সেকশন সুপারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফাইল ছাড় করতে হবে। ফাইল পাওয়া যাচ্ছে না বা ফাইল প্রস্তুত হয়নি, এমন কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তার কোনো ক্ষমা নেই। রায় বা আদেশের কপি পেতে বিচার প্রার্থীদের যেন হয়রানি হতে না হয় সে বিষয়ে সচেষ্ট থাকতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, প্রধান বিচারপতি তার বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরদিন নবনিযুক্ত প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই তার প্রথম অভিভাষণ অনুষ্ঠান।

সর্বশেষ খবর