বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আইনজীবীদের ভুলেই খালেদা জেলে

নিজস্ব প্রতিবেদক

আইনজীবীদের ভুলেই খালেদা জেলে

খালেদা জিয়ার আইনজীবীদের ভুলের কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচার বিভাগ, আইনকানুন সবই নিজস্ব গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে। আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু  আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল জাসটিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা হাই কোর্টের রয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্্ শেখ মো. জহিরুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) ড. মো. জাকির হোসেন, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিকে কাজে লাগালে অনেক দ্রুততার সঙ্গে মামলাজট কমিয়ে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিচারিক সেবা প্রদান করা সম্ভব হবে। এতে করে আদালতের ওপর মামলার চাপ কমবে। সে লক্ষ্যেই দেওয়ানি কার্যবিধি এবং অর্থঋণ আদালত আইন সংশোধন করে এতে এডিআরের বিধান যুক্ত করা হয়েছে। আদালতে মামলাজট কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচার কার্যক্রমকে সঠিকভাবে ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কারিগরি সহায়তা প্রদানের জন্য সরকার ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ডিএফআইডির সহায়তায় ইতিপূর্বে জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্প বাস্তবায়ন করে। এ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিচারব্যবস্থায় কিছু সমস্যা চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ সমস্যাগুলোর অন্যতম হচ্ছে বর্তমানে বিচারব্যবস্থায় প্রায় ৩৩ লাখ মামলার জট। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিপুলসংখ্যক মামলার জট কমিয়ে নারী, শিশু ও সাধারণ নাগরিকের জন্য সহজে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সর্বশেষ খবর