শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ক্ষোভ প্রতিবাদে উত্তাল দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয়, কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব মানববন্ধন, সমাবেশ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি হামলাকারী এবং ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

ঢাকা : বিভিন্ন সংগঠনের নেতারা এ ঘটনার দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ ঘটনায় ড. মুহম্মদ জাফর ইকবালের ভাতিজা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, যতই আঘাত আসুক না কেন, তার পরিবার পৃথিবীকে বদলে দেওয়ার কাজটি করে যাবে। গতকাল এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ-৭১ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ওসমান চৌধুরী ও মহাসচিব হারুন হাবিব এ হামলার নিন্দা জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা জাফর ইকবালের ওপর হামলার ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, উগ্র প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী একজন প্রখ্যাত বুদ্ধিজীবী শিক্ষকের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাফর ইকবালের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণতান্ত্রিক বাম মোর্চা, জাকের পার্টি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়েছে। বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির  যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), আমরাই পারি জোট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, সম্মিলিত সামাজিক আন্দোলন প্রভৃতি সংগঠন।

নুহাশ হুমায়ূনের ক্ষোভ : প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বড় ছেলে এবং অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ভাতিজা নুহাশ হুমায়ূন তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এমনটা যে কারও সঙ্গেই হতে পারে। হঠাৎ খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে ছুটে যেতে হবে। সাধারণত কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা পাই। কিন্তু আজ ব্যাপারটা ব্যতিক্রম। আমার পরিবারের একজনের ওপর আজ হামলা হয়েছে। এই হামলার খবর মিডিয়া সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে সেই হামলার বর্ণনা দিচ্ছে। মানুষের নানা মন্তব্য, প্রার্থনায় ভরে যাচ্ছে আমার ফেসবুকের পাতা। দেখুন, আমি শুধু চাই এই দেশে আমার চারপাশের মানুষ নিরাপদ থাকুক। কিন্তু বাস্তবে সেটা অসম্ভব!’ নুহাশ লিখেছেন, ‘আমার কোনো রাজনৈতিক আদর্শ নেই। এটা আমার পরিবার। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার পরিবারের সবাই অসম্ভব মানসিক শক্তির অধিকারী এবং প্রাণবন্ত। আমাদের ভাগ্যে আর কী কী ঘটবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। তবে এটা সত্য যে, যতই আঘাত আসুক, যতই প্রাণ সংশয় হোক, আমার পরিবার বিশ্বকে বদলে দেওয়ার কাজ করেই যাবে।’

আলটিমেটাম গণজাগরণ মঞ্চের : সিলেটে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারীর রাজনৈতিক পরিচয় উদঘাটন এবং হামলার মূলে কারা আছে তা জানাতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া আগামী ৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ৮ মার্চ জেলা-উপজেলায় কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৬ মার্চ সকাল ১০টায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-শিক্ষক সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে নিজ নিজ ব্যানারে এই মানববন্ধন করবে। ৮ মার্চ সারা দেশের জেলা-উপজেলায় গণবিক্ষোভ পালিত হবে। রাজধানী ঢাকায় এই গণবিক্ষোভ পালিত হবে শাহবাগে। মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘আমরা জানি জাফর ইকবাল কেন প্রিয়, তরুণ প্রজন্মের ভালোবাসার পাত্র। তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন। তার চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এ নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই তার ওপর এ হামলা।’ গতকাল বিকালে শাহবাগ গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, ‘প্রগতিশীলদের ভয় দেখানোর জন্য এই হামলা হয়েছে। তবে হতাশার দিক রাষ্ট্র থেকে যে ধরনের ভূমিকা নেওয়ার দরকার তা রাষ্ট্র নিচ্ছে না।’ সমাবেশে নাট্যকার মামুনুর রশীদ বলেন, বিচারহীনতার কারণে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। যশোরে উদীচীর সমাবেশে হামলার বিচার হয়নি। অভিজিৎ হত্যার এখনো বিচার হয়নি। এসব ঘটনার বিচার না হওয়ার কারণে একের পর এক হামলা হচ্ছে। ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ বলেন, নিরাপত্তার মধ্যে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। সমাবেশের আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে পরীবাগ মোড় ঘুরে ফের শাহবাগে আসে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি’ এবং ‘হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের কর’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।

‘হামলাকারীর পৃষ্ঠপোষক বিএনপি’ : শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি একটি চক্রান্ত। আর এ চক্রান্তের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। গতকাল রাজধানীর গুলিস্তানে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে লিফলেট বিতরণের আগে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে এ ঘটনা ঘটিয়েছে, কারা কারা তাকে (হামলাকারী) দিয়ে ঘটনা ঘটিয়েছে, এ বিষয়টি ইতিমধ্যে পরিষ্কার। তিনি বলেন, এর নেপথ্যে যারা আছে, তাদেরও খুঁজে বের করা হচ্ছে। আক্রমণকারী যা স্বীকার করেছে, সে অনুসারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে সরকার কোনো ছাড় দেবে না। ওবায়দুল কাদের বলেন, ‘হামলাকারীর স্বীকারোক্তিতে যেটা আছে, তিনি নিজেই বলেছেন, জাফর ইকবাল ইসলামবিরোধী। তবে জাফর ইকবাল ইসলামবিরোধী কোনো ভূমিকা রেখেছেন বলে আমার জানা নেই।’

‘মুক্তচিন্তার কারখানা বন্ধ হতে দেব না’ : জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা মুক্তচিন্তার কারখানা বন্ধ করার ষড়যন্ত্র। এ কারখানা বন্ধ হতে দেওয়া যাবে না। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় খেলাঘর আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যানের নিন্দা : জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। গতকাল এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

এ হামলা গণতন্ত্রবিরোধী : জাফর ইকবালের ওপর দুর্বৃত্তের হামলার তীব্র নিন্দা করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের হামলা গণতন্ত্রবিরোধী। মানুষের কথা বলার অধিকারকে যারা ছোট করতে চায় তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা আমার নেই।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নিন্দা : ড. জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

উত্তাল ঢাবি : জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে লেকচার থিয়েটার ভবন, কলাভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, সামাজিক বিজ্ঞান অনুষদ হয়ে ফের কলাভবনের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এর আগে সকালে জাফর ইকবালের ওপর হামলাকারীদের শাস্তি চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাসদ ছাত্রলীগ। বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুব মৈত্রী। এ ছাড়া অপরাধীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, হিউম্যান রাইটস ফোরাম প্রভৃতি সংগঠন।

ঢাবি সাদা দলের নিন্দা : শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দল বিবৃতি দিয়েছে। দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বজনশ্রদ্ধেয়, আমাদের সবার প্রিয় সহকর্মী অধ্যাপক জাফর ইকবালের ওপর এ হামলার ঘটনায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। আমরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

সর্বশেষ খবর