শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অশুভ ইঙ্গিত মনে করে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ হামলার ঘটনা অশুভ ইঙ্গিত বহন করে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারেক রহমানের এ বিবৃতির কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের হামলার ঘটনায় এটিই প্রমাণিত হয় যে, বর্তমান সরকারের আমলে কোনো মানুষই নিরাপদ নয়। এ ধরনের হামলা চালিয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও জনপ্রিয় লেখককে দিনে-দুপুরে এহেন ছুরিকাহত করার মধ্য দিয়ে সন্ত্রাসীরা আবারও প্রমাণ করল এদেশ তাদের জন্য সন্ত্রাসের অভয়ারণ্য। অধ্যাপক জাফর ইকবালের মতো একজন খ্যাতিমান লেখক ও শিক্ষকের মাথায়, পিঠে ও হাতে সন্ত্রাসীরা জখম করবে এটা এই সভ্য যুগে অকল্পনীয়। যখন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা জনজীবনের অংশ হয় তখন সমাজে সব শ্রেণি-পেশার মানুষের জীবন বিপন্ন ও নিরাপত্তাহীন হয়ে পড়ে। বর্তমানে যখন অনুগত মানুষদের অনাচার-অপকীর্তি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় তখন গুণী-বিদ্বানসহ সাধারণ মানুষ কেউ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না।  এটি কোনো পরিকল্পিত বিপর্যয় ডেকে আনার মাস্টারপ্ল্যান কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অপশক্তির অশুভ অভিপ্রায়কে পরাস্ত করতে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি বাংলাদেশসহ দেশ-বিদেশের সব সন্ত্রাসী তৎপরতা রুখতে একযোগে অনড়, অনমনীয় ভূমিকা পালন করবে। বিবৃতিতে তিনি ড. জাফর ইকবালের আশু সুস্থতা কামনা করেন। অপর এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনাকে অশুভ ইঙ্গিত বলে আখ্যায়িত করেন।

সর্বশেষ খবর