বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বৈষম্যের বিরুদ্ধে লড়ব

প্রতিদিন ডেস্ক

বৈষম্যের বিরুদ্ধে লড়ব

কর্মস্থলে নারী শ্রমিকের ওপর যৌন হামলা বন্ধের পাশাপাশি কঠোর পরিশ্রমী অভিবাসীদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ। তিনি বলেন, বিদ্বেষ আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাব লে. গভর্নর হতে পারলে। তিনি বলেন, গত ২৫ বছর থেকে আমি পেনসিলভেনিয়ায় অন্যায়, অবিচার    আর বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছি। আমি মনে করেছি, এসবের অবসানের জন্য আরও প্রগতিশীল নেতৃত্ব সরকারে যাওয়া উচিত। ড. নীনা সবার প্রতি বিশেষ অনুরোধ রেখে বলেন, বহুজাতিক এই সমাজে শুধু নিজের কমিউনিটির মধ্যে বিচরণ করলে চলবে না, সব ভাষা-বর্ণ আর গোত্রের মানুষের সঙ্গে মিশে যেতে হবে। অস্ত্র নিয়ন্ত্রণ আইন অবিলম্বে তৈরির পক্ষে জনমত সোচ্চার করতেও আগ্রহী ড. নীনা। স্কুলের শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকে, সে বিষয়টি নিশ্চিত করবেন বলে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুধু তাই নয়, খেটেখাওয়া মানুষদের চিকিৎসাসেবা মজবুত করতেও অঙ্গরাজ্য প্রশাসনের সবাইকে উদ্বুদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ তিনি। ৩ মার্চ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে  ড. নীনার নির্বাচনী তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও লোকসমাগম ঘটায় ড. নীনাও সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। খবর এনআরবি নিউজের। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন যৌথভাবে পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও সিইও প্রকৌশলী আবুবকর হানিফ এবং আইটি স্পেশালিস্ট রেদওয়ান চৌধুরী। ড. নীনা বলেন, মূলধারায় আরোহণে চাই সর্বসাধারণের মৌলিক সমস্যার গভীরে পৌঁছা। বাংলাদেশিরা কী ধরনের সমস্যায় রয়েছেন, প্রতিবেশী ভিনদেশিদের কী ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে— এসব জানতে হবে সবার সঙ্গে সুসম্পর্ক রচনার মধ্য দিয়ে। ২৫ বছরেরও অধিক সময় ধরে আমি সে কাজগুলোই করছি। উল্লেখ্য, আগে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কংগ্রেসনাল জেলায় নির্বাচনী মানচিত্রে পরিবর্তন আসায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে লেফটেন্যান্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে রয়েছেন।

ফিলাডেলফিয়া নগরীর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করার আগে থেকেই নাগরিক আন্দোলনের মূলধারার নেতা হিসেবে নীনা আহমেদ সবার নজরে আসেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন অ্যান্থনি পীযূষ গোমেজ ও আনিকা রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর