শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিএনপি রাস্তা বন্ধ করায় পুলিশ বাধা দিয়েছে : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপি রাস্তা বন্ধ করায় পুলিশ বাধা দিয়েছে : কাদের

বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে এবং বৃহস্পতিবারের ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী গতকাল সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ পরিদর্শনে এসে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবদুর রশিদ প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করা হয়। কিন্তু বিএনপি প্রেস ক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ, রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনি। আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না। তিনি বলেন, বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশ তো তাদের ছেড়ে দেবে না! আগামী জাতীয় নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ডের দাবির ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পরই সেটা হবে। শিডিউল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এ ব্যাপারে করণীয় নেই। এর আগে সেতুমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে সংস্কারকাজ ঘুরে দেখেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, এই সড়ক সংস্কারে ১৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হলেও আগামী বর্ষা মৌসুমের আগেই তা শেষ করা হবে। তিনি বলেন, এ ছাড়া সারা দেশের সব সড়ক-মহাসড়কের সংস্কারকাজও বর্ষা মৌসুমের আগেই শেষ করতে আমি নির্দেশ দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর