শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ডিসেম্বর অথবা জানুয়ারিতে সংসদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিসেম্বর অথবা জানুয়ারিতে সংসদ নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নাসিরনগরে সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচন উপলক্ষে পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে হবে আগামী সংসদ নির্বাচন। এ সময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৩ মার্চ উপনির্বাচন নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন নিয়োগকৃত এক হাজার ১৬৬ জন ভোট গ্রহণ কর্মকর্তাকে নির্দেশনামূলক প্রশিক্ষণ দিচ্ছে ইলেকশন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৭৪টি ভোট কেন্দ্রের ৩৬৪টি ভোটকক্ষে। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৭৪ জন প্রিসাইডিং অফিসার, ৩৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৭২৮ জন পোলিং অফিসার। গতকাল ৭২৮ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাকিদের কর্মশালা হবে একই ভেন্যুতে আজ শনিবার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাতীয় সংসদের ২৪৩ নম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার নয়জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর