শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারতের সবচেয়ে প্রভাবশালী নারী সুষমা

প্রতিদিন ডেস্ক

ভারতের সবচেয়ে প্রভাবশালী নারী সুষমা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয়তা অনেক বেড়ে গেছে। টুইটারের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি এবার সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও পেছনে ফেলেছেন। সূত্র : অনলাইনের। সমীক্ষায় দেখা গেছে, ভারতের সবচেয়ে প্রভাবশালী নারী রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন সুষমা স্বরাজ। দ্বিতীয় স্থানে আছেন দেশের প্রথম মহিলা আইপিএস ও পুডুচেরির রাজ্যপাল কিরণ বেদি। দেশের সবচেয়ে প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ হিসেবে সোনিয়া গান্ধীকে ভোট দিয়েছেন মাত্র ১৯ শতাংশ মানুষ। এ সমীক্ষা চালিয়েছে ম্যাজিকপিন নামে একটি সংস্থা। ভারতের প্রথম সারি উদ্ভাবনী ও বাণিজ্য সংক্রান্ত বলে পরিচিত ম্যাজিকপিন। সমীক্ষায় ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ হিসেবে সুষমা স্বরাজকে  বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ। ৩৭ শতাংশ ভোট পেয়েছেন বিজেপির এই মহিলা নেত্রী। ৩৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিরণ বেদি। আর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ বলে মনে করছেন মাত্র ১৯ শতাংশ মানুষ।  সমীক্ষায় পুরুষ ও মহিলা উভয়েই সমান ভোট  পেয়েছেন বিএসপি নেত্রী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। অন্যদিকে বলিউডের সবচেয়ে ক্ষমতাবান মহিলা বিভাগে বেশি ভোট পেয়েছেন সদ্য প্রয়াত শ্রীদেবী। আর ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা ক্রীড়াবিদের শিরোপা জিতেছেন বক্সার মেরি কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর