শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আইসিসিতে মিয়ানমারের বিচার করার আহ্বান

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংসতার অভিযোগে মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখে দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন শীর্ষ জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা জেইদ রাদ আল হুসাইন। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে তিনি এ আহ্বান জানান। খবর বিডি নিউজের।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হুসাইন মিয়ানমার সরকারের কাছেও রাখাইনের পরিস্থিতি তদন্ত করে দেখার জন্য পর্যবেক্ষকদের সেখানে যেতে দেওয়ার আহ্বান জানান। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বলছি, সেখানে গণহত্যা হয়ে থাকতে পারে বলে সন্দেহ ঘনীভূত হয়েছে। কিন্তু বিষয়টি একমাত্র আদালতই নিশ্চিত করতে পারে।’ গত বুধবার জেইদ রাদ আল-হুসাইন বলেছিলেন, রাখাইনে সেনা অভিযান নিয়ে বিশ্বজুড়ে অভিযোগ ওঠার পরও মিয়ানমার সেনাবাহিনী তদন্ত প্রতিবেদন প্রকাশে গড়িমসি করেছে। সেখানে গণহত্যা হয়েছে বলে হুসাইন ঘোরতর সন্দেহ প্রকাশ করেন। এর আগে গত বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও (এইচআরডব্লিউ) মিয়ানমার সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর