সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আমৃত্যু চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

প্রতিদিন ডেস্ক

আমৃত্যু চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

বিশ্বের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ দেশ চীনের আমৃত্যু প্রেসিডেন্ট হলেন বর্তমান প্রেসিডেন্ট শি জিন পিং। দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস গতকাল এ-সংক্রান্ত সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। যে প্রস্তাবে চীনের শীর্ষ নেতার নির্দিষ্ট মেয়াদের সময়সীমা প্রত্যাহারের প্রস্তাব করা হয়। ফলে শি জিন পিং ‘আজীবন ক্ষমতায়’ থাকতে পারবেন। চীনে কংগ্রেসই নীতি নির্ধারণে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। মোট ২ হাজার ৯৬৪ ভোটারের মধ্যে মাত্র দুজন প্রতিনিধি এ পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছেন। আর ভোটদানে বিরত ছিলেন তিনজন। দেশটিতে বর্তমান সংবিধান অনুয়ায়ী এক ব্যক্তি দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। ১৯৮২ সাল থেকে এ নিয়ম চলমান। এখন নতুন প্রস্তাবে দুই মেয়াদের সীমাবদ্ধতা বাতিল করে দেওয়া হচ্ছে। মূলত কোনো প্রেসিডেন্ট যেন আজীবনের জন্য থেকে স্বৈরাচার হতে না পারেন সেজন্যই ১৯৮২ সালে ওই বিধানটি করেছিলেন দেং জিয়াও পিং। তার সেই বিধানের অধীনে একজন প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ পাঁচ বছরের। এরপর আবার নতুন করে নির্বাচিত হতে হয়। কিন্তু সেই ধারা থেকে মুক্ত হলেন শি জিন পিং। তিনি এখন যত দিন খুশি তত দিন বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন। শি প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১২ সালে। এরপর গত বছর তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৩ সালে। গত বছর অক্টোবরে দেশটির কমিউনিস্ট পার্টির সম্মেলনে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাস হয়। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুংয়ের পর শি জিন পিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পায়। গতকাল বিকালের দিকে ভোট শুরু হয়। সর্বোচ্চ ক্ষমতাধর সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ভোট দেয়। এই কমিটির প্রধান শি জিন পিং। তিনি কমলা রঙের ব্যালট পেপার লাল ব্যালটবক্সে ফেলে দেন। এর পরই ভোট দিতে থাকেন প্রতিনিধি দলের নেতারা। ১০ মিনিটেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। ডেলিগেটদের তাদের আসনে ফেরত যেতে বলা হয়। শুরু হয় ভোট গণনা। স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটের সামান্য পরে ফল পড়ে শোনানো শুরু হয়। সঙ্গে সঙ্গে বিশাল স্ক্রিনে ওই ফল দেখানো হয়। সদস্যদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে ঘোষক বলতে থাকেন, সংবিধান সংশোধিত হয়েছে। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর