সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি দমনেও যুদ্ধক্ষেত্রের কৌশল

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমনেও যুদ্ধক্ষেত্রের কৌশল

দুর্নীতি দমনেও যুদ্ধক্ষেত্রের মতো কখনো কৌশলী হতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল সকালে দুদক প্রধান কার্যালয়ে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের দক্ষিণ এশীয় আঞ্চলিক অফিসের প্রতিনিধি সার্জে ক্যাপিনোজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেশের দুর্নীতি দমন, প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুদক চেয়ারম্যান বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ওভারসাইট মেকানিজম থাকা উচিত। যদিও কমিশনের প্রতিটি কার্যক্রমই আইনানুগ প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। পাশাপাশি দুদকের সব কার্যক্রম বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল উপস্থিত ছিলেন। দুদক চেয়ারম্যান বলেন, অনেকে বলেন কমিশনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে। আমরা তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ না করে বলছি, যুদ্ধে পশ্চাৎপসরণ করা যেমন যুদ্ধক্ষেত্রের কৌশল, দুর্নীতিপরায়ণদের গতিবিধি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কমিশনকেও কখনো কখনো কৌশলগত কারণেই পশ্চাৎপসরণ করতে হয়। এটি কৌশল মাত্র। দুর্নীতি করে যারা অর্থ-বিত্তের মালিক হচ্ছেন বা হয়েছেন প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে। দুদক চেয়ারম্যান  বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিমূলক আমলাতন্ত্র, মানসম্পন্ন শিক্ষা এবং দুর্নীতিপরায়ণদের কঠোর শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সার্জে ক্যাপিনোজ বলেন, দুর্নীতি পৃথিবীর সর্বত্রই রয়েছে, তবে পার্থক্য রয়েছে এর তীব্রতা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্র। তিনি বলেন, সততা সংঘ বা সততা স্টোরের কার্যক্রম সত্যিই উত্তম। তবে প্রশিক্ষণ, শিক্ষা, পরিবার এবং পদ্ধতিই বাস্তবজীবনে প্রতিফলন ঘটে। বাংলাদেশে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের কান্ট্রি অফিস স্থাপনের লক্ষ্যে সরকার, দুর্নীতি দমন কমিশন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি ও মাদকমুক্ত রাখতে সরকার, সুশীল সমাজ এবং দুদকসহ সবাইকে সম্মিলিত ও অংশগ্রহণমূূলকভাবে এগিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর