সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না

জনজীবনে হুমকি থাকে এমন ছাড়া রাজনৈতিক কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বিকালে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, যেসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়, সেখানে পুলিশ উপস্থিত থাকে। তবে পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়। কোন কোন অনুষ্ঠানে পুলিশ হস্তক্ষেপ কিংবা বাধা দেয় সেটা দেখতে হবে। রাস্তাঘাট বন্ধ করে, জনজীবনে হুমকি, মানুষ ও জানমালের ক্ষতি করে এমন কর্মসূচি ছাড়া স্বাভাবিক কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। জাতীয় প্রেস ক্লাবের ভিতরে প্রকাশ্যে অস্ত্র হাতে কয়েকজনকে মহড়া দিতে দেখা গেছে। তারা পুলিশ সদস্য ছিল কি না, জানতে চাইলে আইজিপি বলেন, মহড়া নয়, সেখানে প্রয়োজন থাকায় পুলিশ সদস্যরা বৈধ অস্ত্র প্রদর্শন করেছিলেন। কাউকে গ্রেফতার করতে কিংবা অভিযানের প্রয়োজনে হয়তো অস্ত্র প্রদর্শন করতে হয়েছে। প্রেস ক্লাবের ভিতরে একজন পুলিশ সদস্যকেও পোশাকে দেখা যায়নি। এটা পুলিশ প্রবিধান অনুমিত কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ প্রবিধানে অভিযানে গিয়ে সাদা পোশাকে অস্ত্র ব্যবহার করা যাবে না এমন কোনো তথ্য আমার জানা নেই।’ আইজিপি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম মানসিক অবসাদ ও ক্লান্তি দূর করার পাশাপাশি মানুষকে অসৎসঙ্গ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। দেশের তরুণ সমাজের মধ্যে ক্রীড়াক্ষেত্রে জাগরণ সৃষ্টি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে পারলে তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকবে। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবনতি ঘটেছে, জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, গত ছয় মাসের পরিসংখ্যান বলে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইজিপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর