মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা নিয়ে এভিয়েশন-বিষয়ক পত্রিকা দ্য মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহেদুল আলম বলেন, ‘এ ঘটনা আমাদের জন্য দুঃখজনক অধ্যায় রচনা করল। এর ঘটনার সুষ্ঠু আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। তদন্তে সংশ্লিষ্ট সবাইকে রাখা উচিত। রানওয়ের সমস্যা, নাকি পাইলট ছাড়া অন্য কেউ চালাচ্ছিল- তা বের করতে হবে। এখানে অতীতেও দুর্ঘটনা ঘটেছে। রানওয়েটি ছোট ও ঝুঁকিপূর্ণ। এর দায় নেপাল এড়াতে পারবে না।’ গতকাল নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে এক আলোচনায় বিশিষ্টজনরা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ খবর