বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ দেখেছি তাই ভয় পাই না

মুক্তিযুদ্ধ দেখেছি তাই ভয় পাই না

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে অবতীর্ণ বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ বলেন, ‘আমি বাংলাদেশি, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি। তাই আমি কোনো ভয় পাই না। অন্যায়ের কাছে আমি কখনো মাথা নত করিনি। আপনারাই আমার সাহস। এই পদে থেকেই আমি কমিউনিটির জন্য লড়তে চাই। বিগত সময়ে আমি মার্কিন সরকারের নানা পদে ছিলাম। গত ২৫ বছর ধরেই আমি পেনসিলভেনিয়ার বিভিন্ন প্রশাসনের অন্যায়ের প্রতিবাদ করেছি, নাগরিকদের ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য লড়েছি। এখন কমিউনিটির বিভিন্ন অসহায় নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষার ব্যয় সংকোচন, স্কুলে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পেনসিলভেনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে লড়তে চাচ্ছি। তাই আপনাদের কাছে আমি আসন্ন  প্রাইমারি নির্বাচনে (দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন) ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভোট কামনা করছি। আপনারা যদি আমাকে সাহস দেন এবং পাশে থাকেন তাহলে এই জয় আমাদেরই হবে ইনশা আল্লাহ।’  খবর এনআরবি নিউজ।

সর্বশেষ খবর