শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইসির লক্ষ্য ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনা

মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকারের তৈরি করা যে নির্বাচন কমিশন, এদের লক্ষ্য একটাই— আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানো। একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করা। এই নির্বাচন কমিশন যে সরকারের ইচ্ছাগুলোর প্রতিফলন ঘটাবে এতে আমরা কোনো অবাক হচ্ছি না।’

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করতে নেতা-কর্মীদের নিয়ে মির্জা ফখরুল মানিকগঞ্জের পাচুরিয়া যান। কবরের পাশের মসজিদে জুমার নামাজ আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এরপর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। বিএনপি নেতাদের মধ্যে এ সময় দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, মানিকগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শান্ত, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, অর্পণা রায়, রুখসানা খানম মিতু, ইসহাক সরকার, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবুল, খোন্দকার আখতার হামিদ ডাবলু, খোন্দকার আবদুল হামিদ পবন, মেয়ে দেলোয়ারা হোসেন পান্নাসহ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। পরে বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনও করেন মির্জা ফখরুল। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর