রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা
রাশিয়ায় নির্বাচন আজ

জনমতে পুতিনই ফের প্রেসিডেন্ট

প্রতিদিন ডেস্ক

জনমতে পুতিনই ফের প্রেসিডেন্ট

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ রবিবার। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আবারও নির্বাচিত হতে যাচ্ছেন তা প্রায় নিশ্চিত। চলতি সপ্তাহে দেশটির সবচেয়ে বড় সরকারি জনমত যাচাইকারী সংস্থা জানিয়েছে, পুতিন নির্বাচনে প্রায় ৬৯ শতাংশ ভোট পাবেন। এর আগে গত বছরের শেষ দিকে রাশিয়ার সবচেয়ে বড় স্বাধীন জনমত যাচাইকারী সংস্থা ‘লেভাদা সেন্টার’ পুতিনের প্রতি ৭৩ শতাংশের সমর্থন থাকার কথা জানিয়েছিল। গত কয়েক বছর ধরে পুতিনের প্রতি সমর্থনের পরিমাণ প্রায় ৭০ শতাংশের মতো ছিল। ফলে রবিবারের নির্বাচনে পুতিনের জয় একরকম নিশ্চিত বলেই ধরে নিয়েছে বার্তা সংস্থাগুলো। তবে নির্বাচনে মূলত তিনজনকে পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলেন রিয়েলিটি শো’র তারকা ও সাংবাদিক কেসেনিয়া সবচাক।  ৩৬ বছর বয়সি সবচাক পুতিনের রাজনৈতিক গুরু বলে পরিচিত আনাতোলি সবচাকের মেয়ে। তাই সবচাক  ক্রেমলিনেরই মনোনীত প্রার্থী বলে মনে করছেন অনেকে।  তবে সবচাক সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ইতার তাস, ডয়েচে ভেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর