রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট

প্রতিদিন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট

পার্লামেন্টের ভোটে দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিন পিং। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তার ঘনিষ্ঠ মিত্র ওয়াং কিশান। প্রসঙ্গত, শিকে আজীবন ক্ষমতায় রাখতে গত ১১ মার্চ সংবিধান সংশোধন করে সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান তুলে দেয় চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। যে কারণে গতকালের ভোটে শুধু আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু ছিল না। বরং ভাইস প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা নিয়েই আগ্রহ ছিল সবার। দুর্নীতির বিরুদ্ধে শির লড়াইয়ে ওয়াং সামনের সারিতে ছিলেন। সূত্র : অনলাইন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলস-এ সাংবাদিকদের উপস্থিতিতে ভোট  হয়। এ দিন মোট ২ হাজার ৯৭০ ভোটের সবগুলোই শির পক্ষে পড়েছে। ওয়াং একটি ভোট কম পেয়েছেন। ২০১৩ সালে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে প্রথমবার চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন শি। দলের নিয়মানুযায়ী ৬৯ বছরের ওয়াং গত অক্টোবরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ‘রুলিং কাউন্সিল’ থেকে অবসর নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর