শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তারুণ্যের হাতেই বিশ্বের উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের হাতেই বিশ্বের উন্নয়ন

হর্ষবর্ধন শ্রিংলা

বর্তমান সময়ে কর্মশক্তি মানেই তরুণ। তরুণদের হাত ধরে এগিয়ে চলছে আমাদের সভ্যতা। বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপট খেয়াল করলে দেখা যায় দুই দেশের জনসংখ্যার সর্বাধিক মানুষের বয়স ২৫-২৯ এর মধ্যে। বিজ্ঞান-প্রযুক্তি থেকে নিত্যনতুন উদ্ভাবনীতে তরুণদের সম্ভাবনার কথা ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশের ১০০ তরুণের ভারত সফর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ ছাড়া অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু প্রমুখ। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকাসহ বাংলাদেশের ১০০ তরুণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম বলেন, তরুণরা হলো কাজের গতি। বাংলাদেশের ১০০ তরুণের ভারত সফরে দুই দেশের শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি এবং তথ্য আদান-প্রদানে নতুন মাত্রা পাবে দুই দেশের সম্পর্ক। দেশের বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখা তরুণদের কয়েক ধাপে বাছাই করে এ অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল (শনিবার) ভারতের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশের ১০০ তরুণের দলটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লি, মুম্বাই এবং আগ্রার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখবেন তারা।

সর্বশেষ খবর