সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

৩০০ আসনেই প্রার্থী দেব

বাগেরহাট প্রতিনিধি

৩০০ আসনেই প্রার্থী দেব

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বাগেরহাটে ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দল হিসেবে জামায়াতে ইসলামীর গায়ে স্বাধীনতাবিরোধী সিল লেগে গেছে। যে দেশ স্বাধীন করতে গিয়ে লাখ-লাখ মানুষ জীবন দেয়, সে দেশে স্বাধীনতাবিরোধী তকমা লাগানো কোনো দল দুনিয়ার ইতিহাসে কখনো বিজয় লাভ করতে পারেনি। বিশ্বের ইতিহাসে এমন নজির নেই। স্বাধীনতাবিরোধী হিসেবে তারা দিনে-দিনে জনসমর্থনহীন ঘৃণিত দল হিসেবে ইতিহাসে স্থান পাবে। জামায়াতে ইসলামী একটি স্বাধীনতাবিরোধী দল, ওই দলের মাধ্যমে দেশে কখনো ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না। তাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সোচ্চার প্রচেষ্টায় ইতোমধ্যেই দেশে আলেমদের ফতোয়া দেওয়ার স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত। মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন সারা দেশে ৩০০ আসনেই প্রার্থী দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর