বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাকেপের ভাইস চেয়ারম্যান জ্যাকব

সাকেপের ভাইস চেয়ারম্যান জ্যাকব

পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশীয় পরিবেশ সহযোগী কর্মসূচি বিষয়ক সম্মেলনে (সাকেপ)’ সংস্থার ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সাকেপের ১৪তম গভর্নিং বডির সভায় আফগানিস্তানের শাহ জামান মাইওয়ানদিকে চেয়ারম্যান এবং বাংলাদেশের উপ-মন্ত্রী জ্যাকবকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উপ-মন্ত্রী এ সময় তার বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ায় অনন্য ভৌগোলিক ও সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও অধিকার রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে ব্যাপক অংশগ্রহণ ও তথ্য আদান-প্রদানের প্রেক্ষিতে আঞ্চলিক ক্লিয়ারিং হাউস ম্যাকানিজম প্রতিষ্ঠা করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবেশ উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্থনৈতিক সমৃদ্ধি আন্তর্জাতিক বিশ্বে আজ ব্যাপকভাবে প্রশংসিত। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর