রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে দ্বিতীয় দফায় তালিকা দিতে যাচ্ছে বাংলাদেশ। প্রত্যাবাসনের জন্য এই তালিকায় ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার নাম থাকছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গঠিত দ্বিতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রস্তুতিমূলক সভায় এ বিষয়টি ঠিক হয়েছে। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে তাঁর দফতরে এ বৈঠকটি হয়। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে বলেন, ‘যাচাইয়ের পর মিয়ানমারের কাছ থেকে প্রথম তালিকায় যে নামগুলো পেয়েছি, সেগুলো নিয়ে কাজ করা হবে। এর পাশাপাশি এখন মিয়ানমারের কাছে পাঠানোর জন্য দ্বিতীয় তালিকা তৈরির কাজ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘একটি তালিকা দেওয়ার পাশাপাশি আরেকটি তালিকা করে তা দেওয়া হবে। আর এটি চলমান একটি প্রক্রিয়া।’ তিনি জানান, পরের তালিকায় ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার নাম থাকবে।